Breaking

শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

অধ্যায়-৩ পর্ব-১: সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ও প্রাথমিক আলোচনা


বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের। অস্থানিক এবং স্থানিক। তবে স্থানিক পদ্ধতিই হলো আধুনিক। স্থানিক পদ্ধতিতে অনেকরকম সংখ্যা পদ্ধতি রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে চার ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো হলো:
১. দশমিক সংখ্যা পদ্ধতি
২. বাইনারি সংখ্যা পদ্ধতি
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
এই পর্বে আরো আলোচনা করা হয়েছে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি সম্পর্কে।
বেজ কি? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত উপাদান সমূহের সংখ্যার সমষ্টিই হলো ঐ সংখ্যা পদ্ধতির বেজ।
রেডিক্স পয়েন্ট নিয়েও আলোচনা করা হয়েছে এই পর্বে।
ভিডিওটির শেষে নিজে করার জন্য কিছু অনুশীলনী মূলক কাজ দেয়া হয়েছে। আপনারা এই প্রশ্নগুলো সমাধান করবেন এবং উত্তর গুলো আমাদের ফেসবুক গ্রুফে এই পর্বের উত্তর গ্রহণের জন্য যে পোস্ট করা হবে সেখানে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিও টিউটোরিয়ালের কোন বিষয় না বুজলে ভিডিওর নিচে অথবা এই পর্ব সম্পর্কে আমাদের ফেসবুক পেজে যে পোস্ট করা হয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে বিষয়টি বুজিয়ে দিতে।



আমাদের নতুন ভিডিও সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আজই আমাদের ফেসবুক পেজে লাইক দিন ও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

আমাদের ফেসবুক পেজ: www.facebook.com/nabatechworld
আমাদের ইউটিউব চ্যানেল: www.youtube.com/nabatechworld

- নাদিমুল হক জুলাস
পরিচালক, নাবা টেক ওয়ার্ল্ড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন