Breaking

Nadimul Huq Zulas

আসসালামু আলাইকুম। আমি নাদিমুল হক জুলাস। আপনাদেরকে আমার ওয়েব সাইটের পক্ষ থেকে স্বাগতম। আমি একজন ছাত্র। 
১৯৯৭ সালের ১৬ জুন ফেনী জেলার একটি প্রত্যন্ত গ্রাম ওমরপুরে জন্ম গ্রহণ করেছি। আমার পিতার নাম কামাল উদ্দিন বাবুল এবং মাতার নাম নাসিমা আক্তার। আমি সহ আমরা দুই ভাই এবং এক বোন। আমি আমার মা-বাবার বড় সন্তান। আমার পরে আমার ভাই হাফেজ জাহিদুল হক জাহিদ এবং সবার ছোট আমার বোন জোবায়েদা ইয়াসমিন জিবু।
nadimul huq zulas
আমার আব্বু-আম্মুর কোলে ৩ মাস বয়সের আমি
nadimul huq zulas
আমরা তিন ভাইবোন 
২০০৩ সালে ‘চিলড্রেন্স গার্ডেন সিলোনীয়া’ স্কুলে ভর্তি হই এবং ২০০৭ সালে এ স্কুল থেকেই ৫ম শ্রেণী পাশ করি। এরপর২০০৮ সালে ফেনী জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘সিলোনীয়া হাই স্কুল’ এ ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং এ স্কুল থেকেই ২০১৩ সালে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করি। মাধ্যমিকের স্তর শেষ করে সেই বছরই ফেনী জেলার শ্রেষ্ঠ কলেজ ‘ফেনী সরকারী কলেজ’ এ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হই এবং ২০১৫ সালে এই কলেজ থেকে পাশ করি।
পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজ এবং খেলধুলায় আমার যথেষ্ট আগ্রহ রয়েছে। গান, অভিনয়, উপস্থাপনা, বক্তব্য, রসিকতা এ ধরনের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। তাই এখনো সুযোগ পেলেই এগুলোতে মেতে উঠি। মানুষকে হাসি আনন্দে মাতিয়ে রাখতে আমার ভালো লাগে। কারণ আমি বিশ্বাস করি হাসি হলো সর্বরোগের মহৌষধ।
আমার আরেকটা বিশেষ পেশা বা নেশা আছে। এটা হলো আমি একজন প্রযুক্তি প্রেমিক। সেই ছোটবেলা থেকেই প্রযুক্তির সাথে সখ্যতা গড়ে উঠে। সেই সুবাদেই বর্তমানে মোটামুটি তথ্য প্রযুক্তির পথে অনেক দূর পথ পাড়ি দিয়েছি। কখনো পিছনে ফিরে দেখেনি কতটুকু পথ পাড়ি দিলাম। কিন' জীবনটা এখন প্রযুক্তি ছাড়া কেমন জানি লাগে। প্রযুক্তিতে আমি যথেষ্ট সম্ভাবনা দেখি। তাইতো স্বপ্ন দেখি এদেশের বেকার মানুষ গুলোর জন্য এই প্রযুক্তি ব্যবহার করে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।
একটা বিশেষ কথা না বললেই নয়। আমি কিন' একজন ইলেকট্রনিক্স প্রেমিক। এই প্রেম বড়ই কষ্টের। কারণ, উঠতে বসতেই সারাদিন শুধু এটা নিয়েই পড়ে থাকি। অতিমাত্রায় আগ্রহের কারণে ছোট বেলা থেকেই ইন্টারনেটে এটা নিয়ে প্রচুর পড়াশুনা করতাম। দেশ-বিদেশের অনেক বড় বড় ইঞ্জনিয়ারের সাথে ভালোই সখ্যতা। আশাকরি এই ইলেক্ট্রনিক্সকে ব্যবহার করে এ জাতির উপকারে কিছু করতে পারবো। তাহলেই আমার ইলেকট্রনিক্স প্রেম সার্থক হবে।

পাশাপাশি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। আপনারা আমার ওয়েব সাইট ভিজিট করায় আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের যে কোন সমস্যা, জিজ্ঞাসা কিংবা অভিমত আমাকে জানাতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য।

আমার সাথে যোগাযোগ করতে:

Nadimul Huq Zulas


Nadimul Huq Zulas


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন