Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

টাইমার আইসি ব্যবহার করে খুব সহজে বানিয়ে নিন আপনার সাইকেলের টার্নিং সিগনাল

আমরা সবসময় একটি জিনিস দেখি যে কোন গাড়ি যখন বামে কিংবা ডানে মোড় নিবে তখন গাড়ির সামনে ও পিছনে দিক নির্দেশি সিগন্যাল জ্বলা নেভা করতে থাকে। এক এক গাড়িতে এক এক স্টাইলে এ সিগন্যাল জ্বলতে থাকে। চাইলে আপনিও খুব সহজে এ সিগন্যাল তৈরী করে নিতে পারেন আপনার নিজের সাইকেলের জন্য। আজ আমি আপনাদেরকে ওরকম একটি সার্কিটের সাথে পরিচয় করিয়ে দিবো।
সার্কিট টি তৈরী করতে যা যা লাগবে:
1. 4.7K Resistor - 3 Pcs
2. 10K Resistor - 5 Pcs
3. 300 Ohm Resistor - 5 Pcs
4. 100uf capacitor - 2 Pcs
5. 1N4148 Diode - 2 Pcs
6. BC547 transistor - 5 Pcs
7. NE555 timer ic - 1 Pcs
8. 12v Battery - 1 Pcs.


সার্কিটের ডিজাইনটি নিচে দেখুন:












আশা করি ডিজাইন অনুযায়ী সার্কিটটি তৈরী করে নিতে পারবেন।

আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

অন্যরা যা পড়েছেন:
৫৫৫ টাইমার আইসি সার্কিট; টাইমার সার্কিট; ইলেকট্রনিক্স সার্কিট; টাইমার প্রজেক্ট; টার্নিং প্রজেক্ট; হোন্ডার টার্নিং সিগন্যাল; মুভিং সিগন্যাল; গাড়ির সিগন্যাল; সার্কিট ডায়াগ্রাম; প্রজেক্ট ডায়াগ্রাম; ইলেকট্রনিক্সের মজার প্রজেক্ট; NE555 timer ic; 555 timer circuit; 555 timer project; Electronics circuit; Timer project; Turning Project; Bike turning Signal; car turning signal; circuit diagram; electronics hobby circuit;


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন