Breaking

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

দেখে নিন মেডিকেল অ্যাডমিশন টেস্ট ২০০৫-০৬ এর প্রশ্ন (উত্তর সহ) কেমন হয়েছিল

মেডিকেল ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন জেনে নেয়া তাই আপনাদের জন্য সংগ্রহ করলাম মেডিকেল ভর্তি পরীক্ষা ২০০৫-০৬ এর প্রশ্ন



1   কোনটি প্রাইমারী ক্রমাগমন জেরোসেরির বৈশিষ্ট্য? 
A. ফাইটোপ্ল্যাংকটন দশা নিয়ে এর সূচনা হয়।
B. সাতটি দশায় এর সমাপ্তি ঘটে।
C. ছয়টি দশায় এর সমাপ্তি ঘটে।
D. চতুর্থ দশায় উদ্ভিদের মধ্যে নলখাগড়া জাতীয় উদ্ভিদ অন্যতম।
সঠিক উত্তর: (C) ছয়টি দশায় এর সমাপ্তি ঘটে।
2   পাকা ফলের সুগন্ধের মূল কারণ- 
A. এস্টার
B. অ্যালকোহল
C. ভিটামিন
D. মিনারেল
সঠিক উত্তর: (A) এস্টার
3   140 ভোল্টের একটি ডায়নামো 65 ও’ম রোধের একটি বাতির ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ পাঠায়। বাতির ব্যয়িত ক্ষমতা ওয়াটে(W) নির্ণয় কর? 
A. 280
B. 220
C. 420
D. 240
সঠিক উত্তর: (A) 280
4   Choose the correct English idiom for “শান্তি দেওয়া”। 
A. Bring on book
B. Bring to light
C. Bring in light
D. Bring to book
সঠিক উত্তর: (D) Bring to book
5   বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ(%) দারিদ্র্য সীমার নিচে বাস করে? 
A. ৪৪.২
B. ৪৩.৩
C. ৪২.১
D. ৪৫.৪
সঠিক উত্তর: (B) ৪৩.৩
6   ম্যালেরিয়ার পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপের নাম কি? 
A. গ্যামেট
B. মেরোজয়েট
C. স্পোরোজয়েট
D. গ্যামিটোসাইট
সঠিক উত্তর: (C) স্পোরোজয়েট
7   কোনটি অ্যালকোহলের সমাণুতা (isomerism) নয়? 
A. কার্যকরী মূলক
B. অবস্থান
C. চেইন
D. টারসিয়ারী
সঠিক উত্তর: (D) টারসিয়ারী
8   কোনটি ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য? 
A. একে কোন চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে, সামান্য চুম্বকত্ব লাভ করে।
B. চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়।
C. চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়।
D. A & B
সঠিক উত্তর: (D) A & B
9   উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক? 
A. বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নাই।
B. আয়ন হিসাবে শোষিত হয়।
C. অণু হিসাবে শোষিত হয়।
D. মূলরোম দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে শোষিত হয়।
সঠিক উত্তর: (B) আয়ন হিসাবে শোষিত হয়।
10   ডাক্তারী যন্ত্রপাতির জীবাণুনাশকরুপে ব্যবহৃত হয়- 
A. মেন্ থল
B. 70% ইথানল ও 30% পানির মিশ্রণ
C. 30% ইথানল ও 70% পানির মিশ্রণ
D. ডেটল
সঠিক উত্তর: (B) 70% ইথানল ও 30% পানির মিশ্রণ
11   The virtuous (be) always happy. Which one of following is the correct verb for the word within bracket? 
A. have been
B. is
C. are
D. none of the above
সঠিক উত্তর: (C) are
12   ইলিশ মাছ নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভূক্ত? 
A. Osteichthyes
B. Amphibia
C. Chondrichthyes
D. Myxini
সঠিক উত্তর: (A) Osteichthyes
13   Moisturizing cream তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? 
A. এস্টার
B. মিথাইল
C. ইথার
D. সরবিটল
সঠিক উত্তর: (D) সরবিটল
14   কোন তথ্যটি গতিশক্তির (Kinetic Energy) জন্য প্রযোজ্য নয়? 
A. গতিশক্তি বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে।
B. কোন বস্তু গতিশীল হওয়ার জন্য যে শক্তি অর্জন করে।
C. 
D. বস্তুর বেগ না থাকলে, গতিশক্তি থাকে না।
সঠিক উত্তর: (A) গতিশক্তি বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে।
15   “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”। গানটির শিল্পী কে? 
A. আপেল মাহমুদ
B. সৈয়দ আবদুল হাদী
C. আব্দুল জব্বার
D. রুনা লায়লা
সঠিক উত্তর: (A) আপেল মাহমুদ
16   
A. 10-15
B. 30-45
C. 10-25
D. 20-70
সঠিক উত্তর: (B) 30-45
17   শব্দের সাহায্য নির্ণয় করা যায় না- 
A. দূরবর্তী স্থানের উচ্চতা
B. সমুদ্রের গভীরতা
C. শব্দের বেগ
D. বস্তুর ঘনত্ব
সঠিক উত্তর: (D) বস্তুর ঘনত্ব
18   Choose the correct preposition to complete the following sentence. “He lives_______ honest means.” 
A. by
B. on
C. within
D. for
সঠিক উত্তর: (A) by
19   নিম্নের কোনটি মেরুদন্ডী প্রাণীর বৈশিষ্ট্য? 
A. স্নায়ুরজ্জু অঙ্কীয়দেশে অবস্থিত, নিরেট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
B. স্নায়ুরজ্জু ফাঁপা, দেহের পৃষ্ঠদেশে অবস্থিত।
C. স্নায়ুরজ্জু নিরেট, দেহের অঙ্কীয়দেশে অবস্থিত।
D. স্নায়ুরজ্জু পৃষ্ঠদেশ ফাঁপা, নলাকার সূত্রবিশেষ।
সঠিক উত্তর: (B) স্নায়ুরজ্জু ফাঁপা, দেহের পৃষ্ঠদেশে অবস্থিত।
20   কোনটি অ্যাল্‌কোহলের সাধারণ (Laboratory) প্রস্তুত প্রণালী? 
A. 
B. প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন
C. ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষণ
D. ফারমেন্‌টেশন পদ্ধতি
সঠিক উত্তর: (A)
21   ম্যালিগন্যান্ট টারসিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? 
A. 72-100
B. 24-48
C. 48-56
D. 36-48
সঠিক উত্তর: (D) 36-48
22   পানিশূন্য কপার সালফেট পানিতে দ্রবীভূত করলে তাপ নির্গত হয়, কারণ- 
A. কপার সালফেট বিভিন্ন কোষে ব্যবহৃত হয়।
B. কপার সালফেট একটি স্পক্রিয় যৌগ।
C. কপার সালফেট একটি রাসায়নিক যৌগ।
D. কপার সালফেট সে সময়, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে।
সঠিক উত্তর: (D) কপার সালফেট সে সময়, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে।
23   নিচের কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি 
A. ফিলিপাইন
B. ইন্দোনেশিয়া
C. মালয়েশিয়া
D. থাইল্যান্ড
সঠিক উত্তর: (D) থাইল্যান্ড
24   কোনটি প্যারেনকাইমার বৈশিষ্ট্য? 
A. কোষে লিগনিনের উপস্থিতির কারণে কোষপ্রাচীর শক্ত ও কঠিন।
B. কোষপ্রাচীর নরম ও নমনীয়।
C. কোষ গহবর অপেক্ষাকৃত ছোট।
D. মোটেই ক্লোরোপ্লাস্ট থাকে না।
সঠিক উত্তর: (B) কোষপ্রাচীর নরম ও নমনীয়।
25   সোডিয়াম ক্লোরাইডের (NaCI) সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলা হয়? 
A. কায়ানাইট
B. ব্রাইন
C. সিলভাইন
D. কার্নালাইট
সঠিক উত্তর: (B) ব্রাইন
26   কোনটি সংরক্ষণশীল বলের (Conservative Force) বৈশিষ্ট্য? 
A. ঘর্ষণ বল (Friction Energy) এই বলের উদাহরণ।
B. কোন কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হয় না।
C. যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র সংরক্ষণশীল বলের ক্ষেত্রে খাটে না।
D. সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরুপে পুনরুদ্ধার করা সম্ভব।
সঠিক উত্তর: (D) সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরুপে পুনরুদ্ধার করা সম্ভব।
27   A synonym for “Ascent” is- 
A. regress
B. further
C. low down
D. jump
সঠিক উত্তর: (D) jump
28   কোনটি আরশোলার রক্তের বৈশিষ্ট্য নয় 
A. দুই ধরনের হিমোসাইট দেখা যায়। যথা-প্রোহিমোসাইট ও ট্রানজিশনাল হিমোসাইট।
B. আরশোলার রক্ত বর্ণহীন।
C. রক্তের আপেক্ষিক গুরুত্ব 7.5-8.0।
D. রক্ত প্রধানত খাদ্যসার ও বর্জ্যপদার্থ সংবহনের কাজ করে।
সঠিক উত্তর: (A) দুই ধরনের হিমোসাইট দেখা যায়। যথা-প্রোহিমোসাইট ও ট্রানজিশনাল হিমোসাইট।
29   একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে। যদি গুলির বেগ তিনগুণ করা হয় তবে অনুরুপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? 
A. 6
B. 9
C. 8
D. 7
সঠিক উত্তর: (B) 9
30   নিচের কোনটি অমরাবিন্যাসের প্রকার নয়? 
A. রেটিকুলেট
B. মার্জিনাল
C. প্যারাইটাল
D. সুপারফিসিয়াল
সঠিক উত্তর: (A) রেটিকুলেট
31   টিংচার আয়োডিন হলো- 
A. পানির মধ্যে আয়োডিন
B. অ্যালকোহলের মধ্যে আয়োডিন
C. পটাশিয়ামের মধ্যে আয়োডিন
D. বেনজিনের মধ্যে আয়োডিন
সঠিক উত্তর: (B) অ্যালকোহলের মধ্যে আয়োডিন
32   কত সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়? 
A. ১৯২৫
B. ১৯১৬
C. ১৯১৮
D. ১৯১৯
সঠিক উত্তর: (C) ১৯১৮
33   নিম্নের কোনটি সঠিক নয়? 
A. কন্‌জাংটিভা চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে।
B. করোটিক স্নায়ু ১২ জোড়া।
C. অডিটরী স্নাযু চেষ্টীয়।
D. কর্ণিয়া ও আইরিসের মধ্যবর্তী সম্মুখ প্রকোষ্ট অ্যাকুয়াস হিউমারে পূর্ণ থাকে।
সঠিক উত্তর: (C) অডিটরী স্নাযু চেষ্টীয়।
34   শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? 
A. 332 মিটার/সেকেন্ড
B. শূন্য
C. 1120 ফুট/সেকেন্ড
D. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (B) শূন্য
35   Select the best English translation for the following sentence: “ কোন মানুষ একা বাস করতে পারে না”। 
A. None can live alone.
B. No one can live alone.
C. Nobody can live alone.
D. No man can live alone.
সঠিক উত্তর: (C) Nobody can live alone.
36   কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়? 
A. এরা তাপ সংবেদনশীল নয়।
B. এনজাইম হলো প্রোটিন।
C. এনজাইম কলয়েডের মত।
D. এর কার্যকারিতা PH দ্বারা নিয়ন্ত্রিত।
সঠিক উত্তর: (A) এরা তাপ সংবেদনশীল নয়।
37   ফরমালিন হলো ফরমালডিহাইডের শতকরা (%) কত জলীয় দ্রবণ? 
A. 40
B. 10
C. 20
D. 30
সঠিক উত্তর: (A) 40
38   একটি পাহাড়ের চূড়া থেকে একটি বল অনুভূমিকভাবে 40 ms-1 দ্রুতিতে নিক্ষেপ করা হল। বাতাসের বাধা না থাকলে 3 s পরে দ্রুতি কত হবে? 
A. 49.64 ms-1
B. 49.46 ms-1
C. 4.946 ms-1
D. 4.964 ms-1
সঠিক উত্তর: (A) 49.64 ms-1
39   নিম্নের কোন জীবাণু, মাতৃদেহ থেকে অমরার মাধ্যমে ফিটাসে যায়? 
A. কলেরা
B. রুবেলা
C. ডিপথেরিয়া
D. টিটেনাস
সঠিক উত্তর: (B) রুবেলা
40   ক্রোম ইস্পাতে আয়রণের পরিমাণ শতকরা (%) কত? 
A. 97
B. 80
C. 73
D. 86
সঠিক উত্তর: (A) 97
41   কোনটি Leguminosae গোত্রের বৈশিষ্ট্য নয়? 
A. ফল-লিগিউম জাতীয়।
B. মূল-গুচ্ছাকৃতির।
C. পাতার শিরাবিন্যাস-জালিকা আকৃতির।
D. ফুল-টেট্রামেরাস জাতীয়।
সঠিক উত্তর: (A) ফল-লিগিউম জাতীয়।
42   ফসফরাস খুব সক্রিয় মৌল, তাই প্রকৃতিতে ফসফরাস মৌলিক অবস্থায় থাকে না। ফসফরাসকে সাধারণত নিচের কোন খনিজ ফসফেট রুপে পাওয়া যায় না? 
A. 
B. 
C. 
D. 
সঠিক উত্তর: (A)
43   একপ্রবাহী লেকল্যান্স কোষের (Leclance cell) ব্যবহার কোন যন্ত্রে নেই? 
A. ট্রান্‌জিস্টার
B. টেলিগ্রাম
C. টেলিফোন
D. বৈদ্যুতিক ঘন্টা
সঠিক উত্তর: (A) ট্রান্‌জিস্টার
44   স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? 
A. ১৯ টি
B. ৮ টি
C. ৯ টি
D. ১১টি
সঠিক উত্তর: (D) ১১টি
45   নিম্নের কোন তথ্যটি নেফ্রনের জন্য প্রযোজ্য হবে? 
A. ভ্রুণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয়।
B. প্রত্যেক বৃক্কে 12 কোটি নেফ্রন থাকে।
C. নেফ্রনগুলো মাঝে মাঝে ও সরল প্রক্রিয়ায় রক্ত থেকে নাইট্রোজেন বর্জ্য পৃথক করে।
D. ভ্রুণীয় এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়
সঠিক উত্তর: (A) ভ্রুণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয়।
46   নিম্নের কোনটি RNA শিকলের ক্ষারক নয়? 
A. গুয়ানিন
B. থাইমিন
C. সাইটোসিন
D. এডিনিন
সঠিক উত্তর: (B) থাইমিন
47   দীর্ঘ দৃষ্টি (Long sighted) সম্পন্ন লোকদের কি ধরনের লেন্স ব্যবহার করতে হয়? 
A. স্ফেরিক্যাল
B. সমতল
C. অবতল
D. উত্তল
সঠিক উত্তর: (D) উত্তল
48   Which one of the following sentence is incorrect? 
A. She was married with a rich man.
B. The man was cured of his illness.
C. The patient has died of cholera.
D. I hope he will succeed in his work.
সঠিক উত্তর: (A) She was married with a rich man.
49   কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে? 
A. টোব্যাকো মোজাইক
B. পটেটো X
C. সুগারকেন মোজাইক
D. ফুলকপি মোজাইক
সঠিক উত্তর: (D) ফুলকপি মোজাইক
50   
A. 
B. 
C. 
D. 
সঠিক উত্তর: (C)
51   গিনি ও পালক একই সাথে নিচে পড়ে, তখনই- 
A. যখন পাত্রে গিনি ও পালকের সাথে অন্য বস্তুও অবস্থান করে।
B. যখন পাত্রে বাতাস থাকে।
C. যখন পাত্রে বাতাস থাকে না।
D. যখন পাত্রে পানি থাকে।
সঠিক উত্তর: (C) যখন পাত্রে বাতাস থাকে না।
52   Choose the best indirect form of the following sentence; Do you know the way to the station?” 
A. She asked Mahin whether he knew the way to the station.
B. She asked Mahin whether he knows the way to the station.
C. She ask Mahin of he knew the way to the station.
D. She asks Mahin if he knows the way to the station.
সঠিক উত্তর: (A) She asked Mahin whether he knew the way to the station.
53   কোনটি মানুষের কানের ক্যুপুলার কাজ? 
A. শব্দ তরঙ্গ প্রেরণ করা।
B. ভারসাম্য রক্ষা করা।
C. ভারসাম্য নিয়ন্ত্রণ করা।
D. বায়ুচাপের সমতা রক্ষা করা।
সঠিক উত্তর: (B) ভারসাম্য রক্ষা করা।
54   
A. 1.84
B. 1.08
C. 1.04
D. 1.48
সঠিক উত্তর: (D) 1.48
55   ১লা ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর ২০০৫ এই সময়কাল সেকেন্ডে নির্ণয় কর। 
A. 1800900
B. 1900800
C. 1900080
D. 1900008
সঠিক উত্তর: (B) 1900800
56   Sir Arthur Conan Doyle এর বিখ্যাত বইয়ের নাম- 
A. প্যারিস বাণিং
B. ডেভিড কপারফিল্ড
C. জাঙ্গল স্টোরি
D. দি এডভেঞ্চার অফ শার্ণক হোমস
সঠিক উত্তর: (D) দি এডভেঞ্চার অফ শার্ণক হোমস
57   একবীজপত্রী উদ্ভিদের মূলের জন্য কোন তথ্যটি সঠিক নয়? 
A. ক্যাম্‌বিয়াম কখনও সৃষ্টি হয় না।
B. ভাসকুলার বান্ডেলের সংখ্যা সাধারণত 6-এর অধিক।
C. মজ্জা সর্বদা উপস্থিত এবং বড়।
D. ভেস্পল গহবর সাধারণত বহু কোণ বিশিষ্ট।
সঠিক উত্তর: (D) ভেস্পল গহবর সাধারণত বহু কোণ বিশিষ্ট।
58   শিরার জন্য কোন তথ্যটি সঠিক নয়? 
A. লুমেন বড়।
B. সাধারণত কার্বনডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে বহন করে নিয়ে আসে।
C. শিরাপ্রাচীর তিন স্তরে গঠিত।
D. প্রাচীর স্থিতিস্থাপক।
সঠিক উত্তর: (D) প্রাচীর স্থিতিস্থাপক।
59   
A. 300
B. 200
C. 250
D. 350
সঠিক উত্তর: (C) 250
60   একটি পরিবাহকের ধারকত্ব 40F। এতে কত আধান প্রদান করলে, এর বিভব 8v হবে? 
A. 330 C
B. 310 C
C. 300 C
D. 320 C
সঠিক উত্তর: (D) 320 C
61   What is the singular form of the word “appendices”? 
A. appendic
B. appendice
C. appendix
D. none of the above
সঠিক উত্তর: (C) appendix
62   কোন বর্ণ কণিকার জন্য ফুলের রঙ হলুদ দেখায়? 
A. বিটাজেন্থিন
B. অ্যান্থোসায়ানিন
C. বিটাসায়ানিন
D. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (A) বিটাজেন্থিন
63   একটি যৌগের গলনাংক 10 C, যা পানিতে অদ্রবণীয়, কুন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? 
A. ধাতব
B. আয়নিক
C. সন্নিবেশ
D. সমযোগী
সঠিক উত্তর: (C) সন্নিবেশ
64   সহজে পানি গরম করতে হলে কি করতে হয়ঃ 
A. কম বিদ্যুৎ বেশি রোধক তারের মধ্য দিয়ে পাঠাতে হবে।
B. বেশি বিদ্যুৎ কম রোধক তারের মধ্য দিয়ে পাঠাতে হবে।
C. বেশি বিদ্যুৎ বেশি রোধক তারের মধ্য দিয়ে পাঠাতে হবে।
D. কম বিদ্যুৎ ভাল সুপরিবাহী তারের মধ্য দিয়ে পাঠাতে হবে।
সঠিক উত্তর: (C) বেশি বিদ্যুৎ বেশি রোধক তারের মধ্য দিয়ে পাঠাতে হবে।
65   কোন তথ্যটি ফেসিয়াল স্নায়ুর জন্য সঠিক নয়? 
A. কাজঃ লালাক্ষরণ ও অশ্রুক্ষরণে সহায়তা করে।
B. উৎসঃ মেডুলা অবলঙ্গাটা।
C. বিস্তারঃ মুখমন্ডল, কর্ণপটহ ও নিম্ন চোয়াল।
D. প্রকৃতিঃ চেষ্টীয়।
সঠিক উত্তর: (D) প্রকৃতিঃ চেষ্টীয়।
66   সমযোগী যৌগ (covalent compound) সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক নয়? 
A. সমযোগী যৌগসমুহের ভিন্ন ভিন্ন আকৃতি আছে।
B. সমযোগী যৌগের গলনাঙ্কক কম।
C. সমযোগী যৌগ জৈব দ্রবণে দ্রবণীয়।
D. সমযোগী যৌগ বিদ্যুৎ পরিবাহী।
সঠিক উত্তর: (D) সমযোগী যৌগ বিদ্যুৎ পরিবাহী।
67   Change the following sentence into indirect speech: Amin said, “I have been working since 9 AM”. 
A. Amin said that he is working since 9 AM.
B. Amin said that he has been working since 9 AM.
C. Amin said that he has worked till 9 AM.
D. Amin said that he had been working since 9 AM.
সঠিক উত্তর: (D) Amin said that he had been working since 9 AM.
68   Change the following sentence into indirect speech: Amin said, “I have been working since 9 AM”. 
A. Amin said that he is working since 9 AM.
B. Amin said that he has been working since 9 AM.
C. Amin said that he has worked till 9 AM.
D. Amin said that he had been working since 9 AM.
সঠিক উত্তর: (D) Amin said that he had been working since 9 AM.
69   মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়- 
A. ক্যারিওকাইনেসিস
B. সাইটোকাইনেসিস
C. অ্যামাইটোসিস
D. ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (A) ক্যারিওকাইনেসিস
70   দহন তাপ বলতে বুঝায়- 
A. I atm চাপে অক্সিজেনে I mole পরিমাণ কোন বস্তুর সম্পূর্ণরুপে দহনের ফলে, তাপশক্তির পরিবর্তন।
B. I gm বস্তুকে অক্সিজেনে সম্পূর্ণরুপে দহন করলে, তাপশক্তির পরিবর্তন।
C. I mole কোন বস্তুকে অক্সিজেনে দহন করলে, তাপশক্তির পরিবর্তন।
D. I atm চাপে কোন বস্তুর দহনে, শক্তির পরিবর্তন।
সঠিক উত্তর: (A) I atm চাপে অক্সিজেনে I mole পরিমাণ কোন বস্তুর সম্পূর্ণরুপে দহনের ফলে, তাপশক্তির পরিবর্তন।
71   মহাকর্ষীয় ধ্রুবক G-এর মান কোনটি? 
A. 
B. 
C. 
D. 
সঠিক উত্তর: (D)
72   বাংলাদেশের শীতল পানির ঝরনা কোন জেলায় অবস্থিত? 
A. মৌলবীবাজার
B. কক্সবাজার
C. চট্টগ্রাম
D. সিলেট
সঠিক উত্তর: (B) কক্সবাজার
73   কোনটি বাস্তুতন্ত্রের সজীব উপাদান, উৎপাদকের উদাহরণ? 
A. পাখি
B. শৈবাল
C. ঝিনুক
D. ছোট মাছ
সঠিক উত্তর: (B) শৈবাল
74   Fill in the blanks using word that best completes the sentence: “If she had studied harder____________”. 
A. she would have do well
B. she would do well
C. she would do well
D. she would have done well
সঠিক উত্তর: (D) she would have done well
75   ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোনটি সঠিক? 
A. এতে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন এনজাইম সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
B. এটি কোষের মধ্যে হয়।
C. দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয়।
D. ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকার অবাদ শ্বসন।
সঠিক উত্তর: (D) ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকার অবাদ শ্বসন।
76   মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের প্রথম বিন্দুর জন্য উপযুক্ত নির্দেশক কে? 
A. মিথাইল রেড
B. মিথাইল অরেঞ্জ
C. মিথাইল ব্লু
D. ফেনফথেলিন
সঠিক উত্তর: (D) ফেনফথেলিন
77   “নাসাউ” কোন দীপপুঞ্জের রাজধানী? 
A. ফিজি
B. নিকোবর
C. মাদাগস্কোর
D. বাহামা
সঠিক উত্তর: (D) বাহামা
78   নিম্নের কোনটি Entamoeba histolytica-র জীবন চক্রের চারটি দশার একটি নয়? 
A. মেটাসিস্টিক
B. ট্রোফোজয়েট
C. ক্রিপ্টোজয়ে
D. আবরণীবদ্ধ
সঠিক উত্তর: (C) ক্রিপ্টোজয়ে
79   কোন আণবিক গঠনটি গ্যাসীয় অ্যামোনিয়ার জন্য প্রযোজ্য? 
A. চতুস্তলকীয়
B. ত্রিকোণীয় পিরামিড
C. V-আকৃতি
D. ত্রিভূজ আকৃতি
সঠিক উত্তর: (B) ত্রিকোণীয় পিরামিড
80   একটি নদীতে স্রোতের বেগ 5 kmh-1 এবং একটি নৌকার বেগ 10 kmh-1 । স্রোতের সাথে কত ডিগ্রী কোণ করে নৌকা চলালে নৌকাটি অপর পারে ঠিক সোজাসুজি পৌছাবে? 
A. 150
B. 100
C. 120
D. 130
সঠিক উত্তর: (C) 120
81   The antonym for “dull” is- 
A. thrilling
B. monotonous
C. interesting
D. experiencing
সঠিক উত্তর: (C) interesting
82   কোন ছত্রাক, অ্যান্টিবায়োটিক টেরামাইসিনের উৎস? 
A. Streptomyces aureofaciens
B. Streptomyces venezuelae
C. Streptomyces rimosus
D. penicillum notatum
সঠিক উত্তর: (C) Streptomyces rimosus
83   স্থির তাপমাত্রায় ও I atm চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 L হয়। ঐ অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 atm করা হলে, তখন ঐ গ্যাসের আয়তন কত L হবে? 
A. 2.16
B. 1.26
C. 1.62
D. 6.21
সঠিক উত্তর: (B) 1.26
84   কোনটি গলগি বডির কাজ? 
A. স্নেহ বিপাকে অংশগ্রহণ।
B. বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ।
C. কোষ বিভাজন নিয়ন্ত্রণ।
D. ATP তৈরি।
সঠিক উত্তর: (B) বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ।
85   কোন বস্তুটি বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট হয় না? 
A. প্লাস্টিক
B. কাঠ
C. লোহা
D. কাঁচ
সঠিক উত্তর: (D) কাঁচ
86   সার্বজনীন গ্যাস ধ্রুবক R- এর মান কত? 
A. 
B. 
C. 8.13 J K-1 mol-1
D. 8.31 K J-1 mol-1
সঠিক উত্তর: (B)
87   Choose the correct word/words to complete the following sentence. “You need not________ the secret from me”. 
A. hold back
B. held on
C. hold off
D. hold in
সঠিক উত্তর: (A) hold back
88   FIFA এর বর্তমান বিশ্ব রাংকিং -এ শীর্ষ দল কোনটি? 
A. ইতালী
B. আর্জেনটিনা
C. ব্রাজিল
D. জার্মানী
সঠিক উত্তর: (C) ব্রাজিল
89   Fill in the gap with the correct form of the verbs/words to complete the sentence: “Though Bangladesh is blessed with rivers it ______ scarcity of drinking water”.
A. facing
B. face in
C. face
D. faces
সঠিক উত্তর: (D) faces
90   রবীন্দ্রনাথ ঠাকুরের “আমার সোনার বাংলা” কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়েছে? 
A. শেষ ১০ টি চরণ
B. প্রথম ১০টি চরণ
C. দ্বিতীয় ১০টি চরণ
D. প্রথম ১২টি চরণ
সঠিক উত্তর: (B) প্রথম ১০টি চরণ
91   সবুজ টমেটো লাল হয় কেন? 
A. ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়।
B. ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রুপান্তরিত হয়।
C. পুরাতন ক্লোরোপ্লাস্ট দূরীভূত হয়ে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়।
D. উপরের কোনটিই নয়।
সঠিক উত্তর: (B) ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রুপান্তরিত হয়।
92   রাজাম্ল হচ্ছে 
A. 
B. 
C. 
D. 
সঠিক উত্তর: (D)
93   মহাকর্ষ (gravitation) নির্ভর করে- 
A. বস্তুদ্বয়ের ভরের উপর
B. বস্তুদ্বয়ের আকৃতি
C. বস্তুদ্বয়ের মাধ্যমের প্রকৃতি
D. বস্তুদ্বয়ের অভিমুখ
সঠিক উত্তর: (A) বস্তুদ্বয়ের ভরের উপর
94   কোনটি উত্তজেনেসিসে ঘটে না? 
A. উত্তজেনেসিসের মাধ্যমে উৎপন্ন ডিম্বাণুর সংখ্যা অনেক কম।
B. এ প্রক্রিয়ায় স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু উৎপন্ন হয়।
C. একটি জনন মাতৃকোষ থেকে একটি সক্রিয় ডিম্বাণু ও তিনটি নিষেকে ভূমিকাহীন পোলার বডি সৃষ্টি হয়।
D. উৎপন্ন ডিম্বাণু ছোট, সক্রিয় ও চলাচলে সক্ষম।
সঠিক উত্তর: (D) উৎপন্ন ডিম্বাণু ছোট, সক্রিয় ও চলাচলে সক্ষম।
95   
A. 422
B. 222
C. 224
D. 242
সঠিক উত্তর: (C) 224
96   একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট ও 1000 ওয়াট লিখা আছে, উহার রোধ কত ও’ম? 
A. 48.4
B. 44.8
C. 60.0
D. 40.0
সঠিক উত্তর: (A) 48.4
97   Find out the correct English translation for the following sentence: “সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে”। 
A. It is drizzling since morning.
B. It is raining from morning.
C. It has been raining from morning.
D. It has been drizzling since morning.
সঠিক উত্তর: (D) It has been drizzling since morning.
98   নিম্নের কোনটি অবাত শ্বসনের জন্য প্রযোজ্য নয়? 
A. অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না।
B. পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণরুপে জারিত হয়।
C. পানি উৎপন্ন হয় না।
D. মাত্র 2 টি ATP উৎপন্ন হয়।
সঠিক উত্তর: (A) অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না।
99   
A. গ্রীন ভিট্রিওল
B. রেড ভিট্রিওল
C. ব্লু ভিট্রিওল
D. হোয়াইট ভিট্রিওল
সঠিক উত্তর: (D) হোয়াইট ভিট্রিওল
100   জড়তার ভ্রামক (Moment of Inertia) -র একক কি? 
A. 
B. 
C. 
D. 
সঠিক উত্তর: (A)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন