Breaking

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

গ্রামীণফোনে এবার ১ Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট নিন মাত্র ১২ টাকায়

গ্রামীণফোন এবার একটি নতুন অফার চালু করেছে। তা হলো আনলিমিটেড ইন্টারনেট মাত্র ১২ টাকায়। যার মেয়াদ হবে ১ মাস আর স্পিড হবে ১Mbps। অফারটি কেবলমাত্র পাবেন যারা বন্ধু প্যাকেজে মাইগ্রেট করা আছেন শুধু তারা। অন্যদের হতাশ হওয়ার কোন কারণ নেই। কারণ যারা বন্ধু প্যাকেজে নাই তারা প্রথমে বন্ধু প্যাকেজে মাইগ্রেট করে নিন। প্রথমে আপনার মোবাইল থেকে চেক করে নিন আপনি কোন প্যাকেজে আছেন। প্যাকেজ চেক করতে...... ডায়াল P লিখে SMS করুন 4444 এই নাম্বারে। আপনি বন্ধু প্যাকেজে মাইগ্রেট করা থাকলে নতুন করে মাইগ্রেট করার দরকার নেই। যদি না থাকেন তাহলে বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *111*44*1# অথবা B লিখে SMS করুন 4444 নাম্বারে।
তাহলে আপনার সিমটি বন্ধু প্যাকেজে মাইগ্রেট হয়ে যাবে।
এবার আপনার মোবাইলে ১২ টাকা ব্যালেন্স থাকতে হবে।
ইন্টারনেট প্যাকেজটি কিনতে হলে ডায়াল করুন ..।
সাথে সাথে পেয়ে যাবেন ১ Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট। যার মেয়াদ ১ মাস। তবে একটা কথা বলে রাখা ভালো যে আপনি এই ইন্টারনেট কেবল মাত্র রাত ১২টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ।
ফেসবুকে আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন