ইলেকট্রিকপ্রেমী বন্ধুরা কেমন আছেন? টেকটিউনসে নিয়মিত আসি অনেক আগ থেকে। তবে সদস্য হয়েছি কিছুদিন আগে। এটা আমার প্রথম টিউন। আসলে আমি তেমন কিছুই জানি না। তবে সবসময় জানার চেষ্টা করি। আপনারা অনেকেই ইলেকট্রিকের জনপ্রিয় সিমুলেশন সফটওয়্যার প্রোটিয়াস ব্যবহার করতে আগ্রহী। কিন' সঠিক নির্দেশনার অভাবে অনেকে এই সফটওয়্যার ইনস্টল করতেই পারেননি এখনো। আপনাদের কথা চিন্তা করে আজকে প্রোটিয়াস নিয়ে লিখছি। সবচেয়ে মজার ব্যাপার হলো টিউনটি করার সময় আমি সরাসরি প্রোটিয়াস ইনস্টল করছিলাম। তাই আমি নিজে যত ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তা সব আপনাদের সাথে বলবো এবং কিভাবে সঠিক পদ্ধতিতে প্রোটিয়াসকে ইনস্টল করা যায় তাও দেখবো। আশা করি পুরো টিউনটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আপনিও প্রোটিয়াস সফলভাবে ইনস্টল করথে সমর্থ হবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ১. প্রথমে নিচের লিংক থেকে Proteus ISIS 7 Professional সফটওয়্যারের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। এখানে একটি কথা বলে রাখি আপনারা হয়তো অনেকে প্রোটিয়াস ডাউনলোড করার ভালো লিংকই খুঁজে পাননি। আমি আপনাদের যে লিংকটি আজকে দিব তা হলো মিডিয়াফায়ার এর। কি নিশ্চয় মনে মনে তাই খুঁজছিলেন? লিংকটি একদম ঠিক আছে। আসলে আমি নিজে কয়েকবার ব্যর্থ চেষ্টা করেছি বিভিন্ন লিংক থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে। কিন' সবগুলো ভুল। তাছাড়া অনেকে ডেমো ভার্সনের লিংক দেয়। মনে রাখবেন ডেমো ভার্সন দিয়ে আপনি মাইক্রো কন্ট্রোলারের কোন কাজ করতে পারবেন না। এরজন্য প্রয়োজন প্রোফেশনাল ভার্সন। যেটা আমার দেয়া লিংকটিতে পাবেন। তাই এখনি তা ডাউনলোড করে নিন।
মিডিয়াফায়ার ডাউনলোড লিংক -Proteus ISIS 7 Professional (64.73 MB)
২. ডাউনলোড কমপ্লিট হলে জিপ ফাইলটি ওপেন করুন। দেখবেন সেখানে ৫টি ফাইল আছে। এবার জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার পর ফোল্ডারটি ওপেন করুন। দেখুনতো জিপ ফোল্ডারের মধ্যে থাকা ৫টি ফাইলের সবগুলো এক্সট্রাক্ট হয়েছে কি না? কারণ, আমি নিজে একবার এ সমস্যার সম্মুখীন হই। এক্সট্রাক্ট করার পর ৪টি ফাইল আসে। একটি এক্সট্রাক্ট হয়নি। আসলে অনেকসময় LXK Proteus 7.6 sp0 v2.0.1.exe এই ফাইলটি এক্সট্রাক্ট হয়না। এক্ষেত্রে প্রথমে আপনার কম্পিউটারে থাকা এন্টি ভাইরাসকে ডিসাবল করে নিন। কারণ এন্টি ভাইরাস এই ফাইলটিকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করবে। সেক্ষেত্রে এক্সট্রাক্ট করলে ফাইলটি আসবে না। এন্টি ভাইরাস ডিসেবল থাকা অবস'ায় জিপ ফাইলটি পুনরায় এক্সট্রাক্ট করুন। যদি আপনাদের সফলভাবে ৫টি ফাইল এক্সট্রাক্ট হয় তবে এবার পরবর্তী ধাপে আসুন। ৩. এবার Setup76.exe ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। এরপর একটি ডায়ালগ বক্্র আসলে তাতে Yes ক্লিক করুন। এরপর আরেকটি ডায়ালগ বক্স আসবে সেখানেও Yes ক্লিক করুন। এরপর একটি নোট আসবে তাতে Ok করুন। এবার Next ক্লিক করুন। Yes ক্লিক করুন। এ বক্সটিতে প্রথম লিখার উপর ক্লিক করে Next ক্লিক করুন। এবার License key installed বলে একটা মেসেজ আসবে নিচের মতো। যদি না আসে সেক্ষেত্রে যে বক্সটি আসে সেখান থেকে আপনার জিপ ফাইলের সাথে থাকা লাইসেন্স কি টা দেখিয়ে দিন এবং ইনস্টল করুন। তারপর ক্লোজ করুন। তাহলে নিচের মতো বক্সটা পাবেন। এখান থেকে Next ক্লিক করুন। যতবার Next আসে ক্লিক করুন। এরপর প্রোটিয়াস সেটাপ নেয়া শুরু করবে। একটু অপেক্ষা করুন। এরপর Finish লিখায় ক্লিক করুন। আপনার প্রোটিয়াস সফলভাবে ইনস্টল হয়েছে। তবে এখন আপনি প্রোটিয়াস খোলার অনুমতি পাবেন না। এর জন্য সামান্য একটু কাজ করতে হবে। এটাই শেষ ধাপ। ৪. এবার আপনার সেই LXK Proteus 7.6 sp0 v2.0.1.exe ফাইলটিকে খুঁজে বের করুন। আপনার এন্টি ভাইরাস যদি বন্ধ থাকে তাহলে আশা করি তা এক্সট্রাক্ট হওয়া অন্যান্য ফাইলগুলোর সাথে আছে। এবার সেই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে Run as administrator লিখার উপর ক্লিক করুন। মনে রাখবেন সরাসরি ওপেন করলে তা কাজ করবে না। তাই Run as administrator অপশন ব্যবহার করে ওপেন করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে সেখানে Yes ক্লিক করুন। ডায়ালগ বক্সটার স্ক্রিনশট নিতে পারছিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর নিচের মতো একটি বক্স আসবে সেখান থেকে Update লিখায় ক্লিক করুন। তাহলে Update installed successfully নামে একটা বক্স আসবে। সেখানে Ok ক্লিক করুন। সবশেষে Close লিখার উপর ক্লিক করুন। যদি উপরের সম্পূর্ণ প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন। কারণ আপনি সঠিক ভাবে প্রোটিয়াস ইনস্টল করতে পেরেছেন। তারপরও কোন সমস্যা হলে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমত আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। নাদিমুল হক জুলাস। ফেসবুকে আমি সময় হলে আমার নতুন ব্লগ থেকে ঘুরে আসবেন। সেখানে এ বিষয়ে ব্লগ পাবেন। আমার ব্লগ।
মিডিয়াফায়ার ডাউনলোড লিংক -Proteus ISIS 7 Professional (64.73 MB)
২. ডাউনলোড কমপ্লিট হলে জিপ ফাইলটি ওপেন করুন। দেখবেন সেখানে ৫টি ফাইল আছে। এবার জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার পর ফোল্ডারটি ওপেন করুন। দেখুনতো জিপ ফোল্ডারের মধ্যে থাকা ৫টি ফাইলের সবগুলো এক্সট্রাক্ট হয়েছে কি না? কারণ, আমি নিজে একবার এ সমস্যার সম্মুখীন হই। এক্সট্রাক্ট করার পর ৪টি ফাইল আসে। একটি এক্সট্রাক্ট হয়নি। আসলে অনেকসময় LXK Proteus 7.6 sp0 v2.0.1.exe এই ফাইলটি এক্সট্রাক্ট হয়না। এক্ষেত্রে প্রথমে আপনার কম্পিউটারে থাকা এন্টি ভাইরাসকে ডিসাবল করে নিন। কারণ এন্টি ভাইরাস এই ফাইলটিকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করবে। সেক্ষেত্রে এক্সট্রাক্ট করলে ফাইলটি আসবে না। এন্টি ভাইরাস ডিসেবল থাকা অবস'ায় জিপ ফাইলটি পুনরায় এক্সট্রাক্ট করুন। যদি আপনাদের সফলভাবে ৫টি ফাইল এক্সট্রাক্ট হয় তবে এবার পরবর্তী ধাপে আসুন। ৩. এবার Setup76.exe ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। এরপর একটি ডায়ালগ বক্্র আসলে তাতে Yes ক্লিক করুন। এরপর আরেকটি ডায়ালগ বক্স আসবে সেখানেও Yes ক্লিক করুন। এরপর একটি নোট আসবে তাতে Ok করুন। এবার Next ক্লিক করুন। Yes ক্লিক করুন। এ বক্সটিতে প্রথম লিখার উপর ক্লিক করে Next ক্লিক করুন। এবার License key installed বলে একটা মেসেজ আসবে নিচের মতো। যদি না আসে সেক্ষেত্রে যে বক্সটি আসে সেখান থেকে আপনার জিপ ফাইলের সাথে থাকা লাইসেন্স কি টা দেখিয়ে দিন এবং ইনস্টল করুন। তারপর ক্লোজ করুন। তাহলে নিচের মতো বক্সটা পাবেন। এখান থেকে Next ক্লিক করুন। যতবার Next আসে ক্লিক করুন। এরপর প্রোটিয়াস সেটাপ নেয়া শুরু করবে। একটু অপেক্ষা করুন। এরপর Finish লিখায় ক্লিক করুন। আপনার প্রোটিয়াস সফলভাবে ইনস্টল হয়েছে। তবে এখন আপনি প্রোটিয়াস খোলার অনুমতি পাবেন না। এর জন্য সামান্য একটু কাজ করতে হবে। এটাই শেষ ধাপ। ৪. এবার আপনার সেই LXK Proteus 7.6 sp0 v2.0.1.exe ফাইলটিকে খুঁজে বের করুন। আপনার এন্টি ভাইরাস যদি বন্ধ থাকে তাহলে আশা করি তা এক্সট্রাক্ট হওয়া অন্যান্য ফাইলগুলোর সাথে আছে। এবার সেই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে Run as administrator লিখার উপর ক্লিক করুন। মনে রাখবেন সরাসরি ওপেন করলে তা কাজ করবে না। তাই Run as administrator অপশন ব্যবহার করে ওপেন করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে সেখানে Yes ক্লিক করুন। ডায়ালগ বক্সটার স্ক্রিনশট নিতে পারছিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর নিচের মতো একটি বক্স আসবে সেখান থেকে Update লিখায় ক্লিক করুন। তাহলে Update installed successfully নামে একটা বক্স আসবে। সেখানে Ok ক্লিক করুন। সবশেষে Close লিখার উপর ক্লিক করুন। যদি উপরের সম্পূর্ণ প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন। কারণ আপনি সঠিক ভাবে প্রোটিয়াস ইনস্টল করতে পেরেছেন। তারপরও কোন সমস্যা হলে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমত আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। নাদিমুল হক জুলাস। ফেসবুকে আমি সময় হলে আমার নতুন ব্লগ থেকে ঘুরে আসবেন। সেখানে এ বিষয়ে ব্লগ পাবেন। আমার ব্লগ।
আমি কম্পোনেন্ট গুলো প্লেস করতে পারছি না।সিলেক্ট হয় মেইন উইন্ডোতে যায় কিন্তু প্লেস হয় না যদি একটু সময় হয় প্লিজ আমাকে জানাবেন।ধন্যবাদ আপনাকে।
উত্তরমুছুন