আসসালামু আলাইকুম। এফ.এম ট্রান্সমিটার সম্পর্কিত টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলোঃ
১. এফ.এম ট্রান্সমিটারের জন্য কিভাবে সঠিকভাবে কয়েল তৈরী করতে করবেন।
২. যে কোন কয়েলের ইন্ডাকটেন্স কত তা বের করার নিয়ম।
৩. ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স থেকে এফ.এম ট্রান্সমিটারের ফ্রিকোয়েন্সি হিসাব করার নিয়ম।
আজকের পর্বে মূলত এফ.এম ট্রান্সমিটারের যাবতীয় গাণিতিক হিসাব নিকাশগুলো অত্যন্ত সহজভাবে করে দেখানো হয়েছে। তাছাড়া আপনাদের সুবিধার জন্য গাণিতিক হিসাব গুলো কম্পিউটারের পর্দায় দেখানো হয়েছে যাতে আপনাদের দেখতে সমস্যা না হয়। আমি টিউটোরিয়ালের মধ্যে বলেছিলাম যে, হিসাব নিকাশ করার জন্য আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করেছি তার লিংক আমি আপনাদের দিবো। আমি ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে লিংকগুলো দিযেছি। এখানে আমি আবার দিচ্ছি:
ভিডিও সম্পর্কিত কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমি অনেক চেষ্টা করেও ভিডিওর সময় কমাতে পারিনি। শুধু সময় কমানোর কথা চিন্তা করে এই পর্বটি এর আগেও দুইবার রেকর্ড করো ডিলিট করে দিয়েছি। আমি মনে করি একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু সময় বেশি লাগলেও এমনভাবে আলোচনা করতে হবে যাতে বিষয়টি সবার বুজতে সুবিধা হয়। আমি কয়েকটি শব্দ একাধিকবার উচ্চারণ করেছি যাতে আপনাদের মনোযোগ আকর্ষন করা যায়। আরেকটি কথা হলো যদি সত্যিই আপনারা এফ.এম ট্রান্সমিটার সম্পর্কে জানতে চান তবে অবশ্যই সম্পর্ণ ভিডিওটিই অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যাদের ভিডিও টেনে টেনে দ্রুত দেখার স্বভাব তারা এই ভিডিওটি এড়িয়ে গেলেই ভালো। আরেকটি কথা হলো যে কোন ভিডিো টিউটোরিয়ালই দেখার সময় অলসতা নিয়ে বা চোখে ঘুম নিয়ে দেখতে যাবেন না। যখন আপনি একদম ফ্রেশ মনে থাকবেন তখনই দেখুন। ভিডিওটি দেখে মনে কোন প্রশ্ন জাগলে খাতায় নোট করে রাখুন এবং ভিডিওটি আবার দেখুন। একটা জিনিস খেয়াল করে থাকবেন নিশ্চয় যে ক্লাসে মনোযোগ নিয়ে ক্লাস করার পরও স্যারের দুই একটা কথা কিন্তু আমরা অবচেতন মনে মিস করে ফেলি। তাই ভিডিওটি একাধিকবার দেখার পরামর্শ থাকলো।
ভিডিওটির লিংক: https://m.youtube.com/watch?v=b_ebFh6nhb8 পরিশেষে, আপনাদের নিকট আমার একটি অনুরোধ থাকলো। আমার এই টিউটোরিয়াল থেকে সামান্যতমও কিছু আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর কোনো বিষয় জানার থাকলে ইউটিউবে কমেন্ট করুন। আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবো। আর ভিডিওটিতে আমার ভাষাগত ও উচ্চারণগত ভুলত্রুটির জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
১. এফ.এম ট্রান্সমিটারের জন্য কিভাবে সঠিকভাবে কয়েল তৈরী করতে করবেন।
২. যে কোন কয়েলের ইন্ডাকটেন্স কত তা বের করার নিয়ম।
৩. ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স থেকে এফ.এম ট্রান্সমিটারের ফ্রিকোয়েন্সি হিসাব করার নিয়ম।
আজকের পর্বে মূলত এফ.এম ট্রান্সমিটারের যাবতীয় গাণিতিক হিসাব নিকাশগুলো অত্যন্ত সহজভাবে করে দেখানো হয়েছে। তাছাড়া আপনাদের সুবিধার জন্য গাণিতিক হিসাব গুলো কম্পিউটারের পর্দায় দেখানো হয়েছে যাতে আপনাদের দেখতে সমস্যা না হয়। আমি টিউটোরিয়ালের মধ্যে বলেছিলাম যে, হিসাব নিকাশ করার জন্য আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করেছি তার লিংক আমি আপনাদের দিবো। আমি ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে লিংকগুলো দিযেছি। এখানে আমি আবার দিচ্ছি:
Coil Inductance Calculator: https://www.eeweb.com/toolbox/coil-inductanceInductance, Capacitance and Frequency Relation: http://www.1728.org/resfreq.htmWire Diameter Chart: http://www.powerstream.com/Wire_Size.htmHenry to Microhenry conversion: https://goo.gl/cxQ3N4
প্রতিটি বিষয় সম্পর্কেই চেষ্টা করা হয়েছে তথ্যবহুল বিষদ আলোচনা করার।ভিডিও সম্পর্কিত কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমি অনেক চেষ্টা করেও ভিডিওর সময় কমাতে পারিনি। শুধু সময় কমানোর কথা চিন্তা করে এই পর্বটি এর আগেও দুইবার রেকর্ড করো ডিলিট করে দিয়েছি। আমি মনে করি একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু সময় বেশি লাগলেও এমনভাবে আলোচনা করতে হবে যাতে বিষয়টি সবার বুজতে সুবিধা হয়। আমি কয়েকটি শব্দ একাধিকবার উচ্চারণ করেছি যাতে আপনাদের মনোযোগ আকর্ষন করা যায়। আরেকটি কথা হলো যদি সত্যিই আপনারা এফ.এম ট্রান্সমিটার সম্পর্কে জানতে চান তবে অবশ্যই সম্পর্ণ ভিডিওটিই অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যাদের ভিডিও টেনে টেনে দ্রুত দেখার স্বভাব তারা এই ভিডিওটি এড়িয়ে গেলেই ভালো। আরেকটি কথা হলো যে কোন ভিডিো টিউটোরিয়ালই দেখার সময় অলসতা নিয়ে বা চোখে ঘুম নিয়ে দেখতে যাবেন না। যখন আপনি একদম ফ্রেশ মনে থাকবেন তখনই দেখুন। ভিডিওটি দেখে মনে কোন প্রশ্ন জাগলে খাতায় নোট করে রাখুন এবং ভিডিওটি আবার দেখুন। একটা জিনিস খেয়াল করে থাকবেন নিশ্চয় যে ক্লাসে মনোযোগ নিয়ে ক্লাস করার পরও স্যারের দুই একটা কথা কিন্তু আমরা অবচেতন মনে মিস করে ফেলি। তাই ভিডিওটি একাধিকবার দেখার পরামর্শ থাকলো।
ভিডিওটির লিংক: https://m.youtube.com/watch?v=b_ebFh6nhb8 পরিশেষে, আপনাদের নিকট আমার একটি অনুরোধ থাকলো। আমার এই টিউটোরিয়াল থেকে সামান্যতমও কিছু আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর কোনো বিষয় জানার থাকলে ইউটিউবে কমেন্ট করুন। আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবো। আর ভিডিওটিতে আমার ভাষাগত ও উচ্চারণগত ভুলত্রুটির জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন