কন্ডিশনালা স্টেটমেন্ট হলো প্রোগ্রামের বিশেষ কোন অবস্থা বা কন্ডিশন চেক করা। এভাবে বললে আসলে বুজাতে কষ্ট হবে। তার চেয়ে আমি উদাহরণ দিয়েই বিষয়টা বুজানোর চেষ্টা করছি। আপনারাতো নিশ্চয় এতদিনে মোটামুটি আরডুইনোতে কোড লিখা কিছুটা হলেও শিখে গেছেন। ৬ষ্ঠ পর্বে আমরা যে প্রোগ্রামটা দেখেছিলাম সেখানে আমরা ডিজিটাল ইনপুটের উপর ভিত্তি করে আমাদের এলইডিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা দেখেছিলাম। আচ্ছা গত পর্বের একই কোডটাকে আমি যদি এভাবে বলি যে, প্রথমে আমি আরডুইনোর কোডকে বললাম যে ইনপুটের অবস্থা কি? তারপর আরডুইনোকে বললাম ইনপুট যদি হাই থাকে তাহলে এলইডিকে জ্বালাও। তাহলে আরডুইনো চেক করবে আমার ইনপুট হাই কিনা। যদি হাই হয় তাহলে এলইডি জ্বালাবে। নয়তো এলইডি অফ করে রাখবে। এটাই হলো কন্ডিশন। এখানে যে দুইটা শব্দ ব্যবহার করলাম "যদি" এবং "নয়তো" এই দুইটি শব্দ দিয়েই মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হয়। অর্থ্যাৎ আমরা আরডুইনোতে কন্ডিশন চেক করবো if () ফাংশন দিয়ে। এখানে () বন্ধনীর মধ্যে আমরা কোন কন্ডিশন লিখবো। যেমন আমরা যদি বলি ৫ == ৫। একটা কথা বলে রাখি, কন্ডিশন চেক করার সময় আমাদেরকে ডাবল "=" চিহ্ন ব্যবহার করতে হবে। এখন বলুনতো ৫ কি ৫ এর সমান? অবশ্যই সমান। তার মানে আমাদের কন্ডিশনটা সত্য। তখন if () {} ফাংশনের মধ্যে আমরা যে কমান্ড দিবো আরডুইনোকে আরডুইনো তা পালন করবে। আর যদি সত্য না হয় তাহলে আমাদেরকে আরেকটা ফাংশন লিখতে হবে else {}। if() ফাংশন লিখার পর এটা লিখতে হয়। না লিখলেও চলে। যদি লিখেন তাহলে আপনার কন্ডিশনটা সত্য না হলে তাহলে else {} এর মধ্যে যা লিখা থাকবে আরডুইনো তা করবে। আশা করছি বুজাতে পেরেছি। যারা এখনো বুজতে পারেননি তারা ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনাদের জন্য তো আমি প্রতি পর্বেই ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেই। ভিডিওতে আমি বিষয়টি একদম সহজভাবে এবং বাস্তব প্রজেক্টসহ বুজাতে চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনারা ভিডিও দেখলে বিষয়টি আরো সহজভাবে বুজতে পারবেন। ভিডিওটি দেখুন:
আশা করছি আজকের পর্বটি আপনারা ভালো করে বুজতে পেরেছেন। তারপরও যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমাদের ফেসবুক পেজ: নাবা টেক ওয়ার্ল্ড
আমাদের ইউটিউব চ্যানেল: Naba Tech World
আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বা জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনার সামান্যতম উপকারও হয়ে থাকলে অামাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
The first thing you need to know about playing slot machines
উত্তরমুছুনPlaying slots is pretty fun. It gives you the freedom to 프라그마틱 슬롯 choose 라이브스코어사이트 which games 아트그라비아 장주님 to 우리 계열 play, whether you are looking for a traditional 토토 가입 머니 reel design