Breaking

সোমবার, ১২ জুন, ২০১৭

আরডুইনো টিউটোরিয়াল [পর্ব-১৯] :: সিরিয়াল মনিটর কি? আরডুইনোতে সিরিয়াল মনিটর ব্যবহার করার পদ্ধতি

আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই  কেমন আছেন? অনেকদিন ধরে আপনাদের সাথে কোন টিউন শেয়ার করছি না। আজ আবার হাজির হয়েছি আরডু্ইনো এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা আরডুইনো টিউটোরিয়ালের ১৯তম পর্বে নিয়ে আলোচনা করবো। এ পর্বে যে বিষয়টি আমরা শিখবো তা হলো সিরিয়াল মনিটর কি? এবং সিরিয়াল মনিটরের ব্যবহার।
সিরিয়াল মনিটর কি? সিরিয়াল মনিটর হলো সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে ডাটা আদান প্রদান করার একটা পদ্ধতি। বিষয়টি আমি এভাবে না বলে আরডুইনোর সাথে সম্পর্ক দিয়ে বুজিয়ে দিচ্ছি। মূলত ্আরডুইনোর সাথে কম্পিউটারের তথ্য আদান প্রদান করার মাধ্যমটাই হলো সিরিয়াল কমিউনিকেশন। আর সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে ডাটা দেখা কিংবা পাঠানোর জন্য আমরা সিরিয়াল মনিটর ব্যবহার করবো। আশা করছি সিরিয়াল মনিটর কি বুজতে পেরেছেন। আপনারা হয়তো ভাবছেন আমরা এটা দিয়ে কি করবো? বা আরডুইনোতে এর প্রয়োজনীয়তা কি? আরডুইনোতে সিরিয়াল মনিটরের বিশাল প্রয়োজন আছে। আপনারা যখন আরডুইনো দিয়ে বড় বড় প্রজেক্ট তৈরী করবেন তখন আপনাদের এমন কিছু তৈরী করতে হবে যেখানে আরডুইনো থেকে ডাটা কম্পিউটারে নিয়ে তা অ্যানালাইসিস করতে হতে পারে। একটা উদাহরণ দেই। ধরুন আমরা আরডুইনো দিয়ে একটা ডিজিটাল থার্মোমিটার তৈরী করলাম। এখন আমরা চাচ্ছি রুমের তাপমাত্রার উপর নির্ভর করে একটা গ্রাফ তৈরী করতে। তার জন্য অবশ্যই সফটওয়্যার লাগবে। অর্থ্যাৎ কম্পিউটারের ব্যবহার করতে হবে। আমরা যদি কম্পিউটার ব্যবহার করে তাপমাত্রাটা পেতে পারি তখন তা ব্যবহার করে সফটওয়্যার ব্যবহার করে গ্রাফ তৈরী করতে পারবো। কিংবা অন্য কোন কাজে ব্যবহার করতে পারবো। সফটওয়্যার কিভাবে তৈরী হবে তা অন্য ব্যাপার। এখানে যে বিষয়টি বুজাতে চাচ্ছি তা হলো আরডুইনোর ডাটা কম্পিউটারে রিসিভ করা। কিংবা কম্পিউটার থেকে কোন ডাটা আরডুইনোতে পাঠানো।  এ বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সিরিয়াল মনিটরের কিছু চমৎকার ব্যবহার দেখানো হয়েছে ভিডিও তে। চলুন ভিডিওটি দেখে নিই।


আশা করছি আজকের পর্বটি আপনারা ভালো করে বুজতে পেরেছেন। তারপরও যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমাদের ফেসবুক পেজ: নাবা টেক ওয়ার্ল্ড
আমাদের ইউটিউব চ্যানেল: Naba Tech World
আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বা জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনার সামান্যতম উপকারও হয়ে থাকলে অামাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন